
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এড. মো. আমিরুল আলম মিলন। উপজেলা নির্বাহী অফিসার এস.এম. তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. শাহ-ই-আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, থানা অফিসার ইনচার্জ মো.সাইদুর রহমান। সভায় বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।