
মিজানুর রহমান, মোরেলগঞ্জ : মোরেলগঞ্জে আওয়ামীলীগ নেতা জামিল হোসাইন পথশোভা ও গণসংযোগ করেছেন। মালয়শিয়া আওয়ামী লীগর প্রতিষ্ঠাতা সভাপতি জামিল হোসাইন আমরিকা থেকে আন্তর্জাতিক স্ট্রাটজিক লিডারশীপ অ্যাওয়ার্ড পেয়ে এলাকায় এসে গণসংযোগ ও পথশোভা করেন।এসময় আওয়ামীলীগ নেতাকর্মীরা জামিল হোসাইনকে গণসংবর্ধণা ও ফুলেল শুভেচ্ছা জানায়। আওয়ামীলীগ নেতা জামিল হোসাইন এক পথশোভায় মোরেলগঞ্জ -শরোনখোলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি আওয়ামীলীগের মনোনায়ন প্রত্যাশী। শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতিক দেয় তাহলে আমি সন্ত্রাস, মাদক, দুর্নীতিমুক্ত সমাজ গড়বো।এলাকায় বড় বড় ইন্ডাস্ট্রি স্থাপন করবো।যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি করবো।তিনি আওয়ামীলীগের উন্নায়ন ফিরিস্তি তুলে ধরে আরো বলেন, নেত্রী যাকে নৌকা দিবে তার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। নৌকার বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।