
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় কাপুড়িয়া পট্টিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ। সভাপতিত্ব করেন উপজেলা সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী খান। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মোরেলগঞ্জ-শরণখোলার ২০টি ইউনিয়ন ও পৌরসভা থেকে নেতা-কর্মীদের অংশগ্রহণ করেন। উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাবেক এ কেন্দ্রীয় এ ছাত্রনেতা মনোনায়ন প্রত্যাশীর জন্য প্রচার-প্রচারণা করে আসছে।
বক্তৃতা করেন শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, অধ্যাপক মাহফিজুর রহমান, অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, বলইবুনিয়া ইউপি চেয়ারম্যান শাজাহান আলী খান, নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, হোগলাবুনিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামান, আজমীন নাহার, তানবিরা সুলতানা নিপা। এছাড়াও শরণখোলা উপজেলার কোন্তাকাটা ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন খান, বহরবুনিয়া ইউপি চেয়ারম্যান রিপন তালুকদার, বণগ্রাম ইউপি চেয়ারম্যান রিপন দাস, শফিকুর রহমান লাল, আব্দুল হাই খান, শিকদার মাহবুবুর রহমান, কাউন্সিলর সুজন শেখ, হাসিব খান, রাসেল হাওলাদার, রাজ্জাক প্রমূখ বক্তৃতা করেন।