মোরেলগঞ্জ প্রতিনিধি : বাাগেরহাটের মোরেলগঞ্জের ১২ নং জিউধারা ইউনিয়নের পাশখালি গ্রামের এক বিধবা ভিক্ষুকের ঘর পুড়ে ছাই হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। নিস্ব হয়ে বিলাপ করছে গৃহ মালিক। ভিক্ষুক জামেনা বেগম (৬৫), বলেন, ২০০৭ সালে সিডরের পরে এনজিওরা ঘরটি তুলে দিয়েছিল। প্রতিদিনের ন্যায় ভিক্ষা করে বাড়ি ফিরে এসে দেখি ঘরটি আগুনে জ্বলছে, লোকজন পানি দিচ্ছে। এতে ঘরে থাকা ২৫ হাজার টাকা, চাল, ডাল, বিধাব ভাতার বই,ভোটার আইডি কার্ডসহ কাগজপত্রসহ কমপক্ষে ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। কিভাবে আগুন লেগেছে কিছুই বলতে পারেননি গৃহহারা নারী।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ওয়ার্ড ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, জামেনা বেগম তার ওয়ার্ডের মৃত্যু মোহাম্মদ শেখের মেয়ে। ২০ বছর পূর্বে স্বামী মারা যায়। পরিবারের ছেলে মেয়ে কিছুই নেই। আত্মীয় স্বজন বলতে ২ ভাই বিভিন্ন স্থানে কাজ করে। তার পিতার শুধুমাত্র ২ কাটা জমির ওপর বসতঘরটি ছিল। তবে, ওই বসতঘরে বিদ্যুৎ সংযোগ ছিল না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান বলেন, আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ভিক্ষুকের বিষয়টি শুনেছি। আবেদন করলে তাকে সাহায্য করা হবে।