মিজানুর রহমান,মোরেলগঞ্জ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগকে মোরেলগঞ্জে গণসংবর্ধনা দিয়েছেন শতশত নেতাকর্মী ও সাধারন মানুষ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মোরেলগঞ্জে গেলে সেখানে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়।
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ এর পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা এসএম তারেক সুলতানের নিকট মনোনয়নপত্র জমা দেন।
স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার, উপজেলা চেয়ারম্যান শাহ্-ই-আলম বাচ্চু এ সময় তার সাথে ছিলেন।