প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ১:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৪, ৪:০৫ পি.এম
মোরেলগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৫

এনায়েত করিম রাজিব, মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিবেশি বারেক হাওলাদারের ছেলে শহিদুল ইসলামকে প্রধান আসামি করে ২৪ জনার এজাহার নামীয় আসামি করে মামলা হয়েছে । শুক্রবার রাতে নিহতের ভাই হারুণ জোমাদ্দার বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
পুলিশ রাতেই অভিযান চালিয়ে এ মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে।
শনিবার (২৭ এপ্রিল) সকালে তাদের বাগেরহাট কোর্টে সোপর্দ করেছে। গ্রেফতারকৃতরা হল,আব্দুস সালাম ফকির, হাসান হাওলাদার, নাজমা বেগম, লাইজু বেগম ও জাহানারা বেগম।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন।
এর আগে, শুক্রবার সকালে উপজেলার গুয়াতলা গ্রামের আইয়ুব আলী জোমাদ্দারের ছেলে আব্দুল হাকিম জোমাদ্দারকে(৬২) পিটিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিবেশি শহিদুল ইসলাম ও তার লোকজন। মারপিটে আরও ৭ জন আহত হন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া