
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি সংস্থা সুশীলনের পানিই জীবন প্রকল্পের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষকদের আয়োজনে অনুষ্ঠিত কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আকাশ বৈরাগী।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা শাহনেওয়াজ সজিব, সুশীলনের পানিই জীবন প্রকল্পের উপজেলা সমন্বয়কারি দিপালী বিশ্বাস, কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার জিএম আমিনুর রহমানসহ ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, শিক্ষক, কৃষক-কৃষানীরা বক্তাব্য রাখেন। সভায় বক্তারা মাঠ দিবসে তাৎপর্য সহ আধুনিক কৃষি প্রযুক্তি ও লবণসহনশীল চাষাবাদ, এলাকা ভিত্তিক উৎপাদন চ্যালেজিং প্রতিবন্ধকতাসহ চাহিদার বিভিন্ন দিক তুলে ধরেন।