
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এক কৃষকের গোয়াল ঘর ভাংচুর ও খড়ের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মধ্য কচুবুনিয়া গ্রামে। নিকটস্ত ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক হায়দার শেখ জানান, তিনি বাড়িতে না থাকার সুবাধে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের প্রতিপক্ষ মৃত আব্দুল ছত্তার শেখের ছেলে রাজু শেখ ও শামীম শেখের নেতৃত্বে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ বাহিনী তার বসতবাড়িতে হামলা চালিয়ে গোয়ালঘর ভাংচুর করে গুড়িয়ে দেয় এবং খড়ের গাদায় অগ্নিসংযোগ করে চলে যায়। এ সময় তার স্ত্রী হাসিনা বেগম, পুত্রবধূ লিজা আক্তারকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও ভয়-ভীতি দিয়ে চলে যায়। এতে তার ৩ বিঘা ফসলি জমির গো-খাদ্যসহ কমপক্ষে তার ৮০ হাজার টাকার ক্ষতি স্বাধন করেছে। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষক হায়দার আলী বাদী হয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এ সর্ম্পকে থানা ওসি মো: সাইদুর রহমান বলেন, কচুবুনিয়া গ্রামের কৃষকের খড়ের গাদায় আগুনের বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে রাজু শেখ অগ্নিসংযোগের বিষয়টি অস্বিকার করে বলেন, ষড়যন্ত্রমূলক অভিযোগ দেওয়া হয়েছে।