
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে বেতকাশী মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে ছাত্র কর্তৃক প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান লাঞ্চিতের ঘটনা ঘটেছে। এদিকে বিদ্যালয়ে ঢুকে আলমিরার তালা ভাংচুর ও শিক্ষকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাগেরহাট জেলা শিক্ষক সমিতি ও সকল উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ ও অপরদিকে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন বেতকাশী মাধ্যমিক বিদালয়য়ের ম্যানেজিং কমিটি, সদস্য, এলাকার গনমাণ্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
জানাগেছে, গত ৮ আগষ্ট বিদ্যালয় চলাকালিন সময়ে বাশার তালুকদার, আব্দুল সবুর তালুকদার, তালুকদার সামছুর রহমানের নেতৃত্বে ৩ জনের সংঘবদ্ধ দল বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষক মো. লুৎফর রহমানকে লাঞ্চিত করে মোবাইল ফোন কেড়ে নেয়। সহকারি শিক্ষক ইদ্রিস আলী শেখ বলেন, বাশার তালুকদার আমাদের বিদ্যালয়েরই ছাত্র। আমাদের প্রধান শিক্ষকের ওপর হামলার তীব্র নিন্দা জানাই।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত