মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২ নারীসহ উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় শুক্রবার আকলিমা আক্তার বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বেলা সাড়ে ৯টার দিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম সরালিয়া গ্রামে। ধারালো অস্ত্র ও লাঠিসোটার আক্রমনে গুরুতর আহত হয় আকলিমা বেগম (৭৫), পারভিন বেগম (২৮), মহারাজ শেখ (৩২), আব্দুল লতিফ শেখ (৫৫) ও তাওহিদুল ইসলাম (২৩)। তাদেরকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম সরালিয়া গ্রামের সত্তার শেখ ও লতিফ শেখের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ভোগদখল নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে অনেকে আগে থেকেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এক পর্যায়ে ৯৯৯ নম্বরের মাধ্যমেও থানা পুলিশ কয়েকদফা ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু এ ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ কোন প্রকার আইনি ব্যবস্থা গ্রহণ করেনি। কয়েক দফা শালিশ বেঠক হয়েছে মাত্র।
সর্বশেষ গত বৃহস্পতিবার সত্তার শেখের ভোগ দখলীয় মৎস্য ঘেরে কাজ করার সময় লতিফ শেখের লোকজন হামলা করে বলে থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পৃথক অভিযোগ দায়ের করেছে।