
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে জেন্ডার বান্ধব ও জলবায়ু সংবেধনশীল বাজেট বিষয়ক এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় বহরবুনিয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বেসরকারি সংস্থা ইভলভ প্রজেক্ট-ডরপ এর আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়ন ও হেলভেটাস বাংলাদেশ-এর আর্থিক সহযোগিতায় গণশুনানি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান মো. এসকেন খান। বিশেষ অতিথি ছিলেন ইউপি সচিব মো. ফারুক হোসেন শিকদার।
স্বাগত বক্তৃতা ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইভলপ প্রজেক্ট ডরপ ফিল্ড ফ্যাসিলেটর মো. আবু তাহের। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. হেমায়েত হোসেন, শারমিন আক্তার, বাহাদুর খানসহ সুশীলন সমাজ প্রতিনিধি, বিভিন্ন এনজিও ও সেবাদানকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এ গণশুনানিতে অংশগ্রহণ করেন।