মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটে মোরেলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট আখতারুজ্জামানের রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার মাগরিব নামাজ বাদ জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর সভাপতি মো. শফিকুর রহমান লুলু। প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার কে এম শাহরিয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, মো. আজমীর হোসাইন, ইউপি সদস্য মো. নিজাম উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. মাসুদ রেজা, আল আমিন ফরাজী (পলাশ), মো. আবুল হোসেন, মো. ইদ্রিস আলী হাওলাদার, মো. শহিদুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত