
মোরেলগঞ্জ প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ৭টার দিকে বাগেরহাট জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপনের বাসভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ ছাড়াও পুটিখালী দারুল কোরআন মোশারেবীয়া হাফিজিয়া এতিমখানায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, গিয়াস উদ্দিন তালুকদার, শিকদার ফরিদুল ইসলাম, আব্দুল জব্বার মোল্লা, মতিউর রহমান বাচ্চু, ফারুক হোসেন সামাদ, মুক্তা খানম মাহমুদা, খলিল শিকদার, খ.ম বদিউজ্জামান, আলী আজীম বাবুল, মো. রাসেল ফকির, এসএম আল মামুনসহ দলের নেতাকর্মীরা এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অপরদিকে শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মোরেলগহ্জ সদর ইউনিয়নের মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রদলের আবু সালেহ, ১৫ নং সদর ইউনিয়নের যুবদল নেতা মো. রুম্মান শেখ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসিব, সদস্য সচিব রিয়াজ আহমেদসহ যুবদল, ছাত্রদল, শ্রমীক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।