মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মােরেলগঞ্জে জেন্ডার বান্ধব ও জলবায়ু সংবেধনশীল বাজেট বিষয়ক এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে খাউলিয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বেসরকারি সংস্থা হেলভাটাজ প্রজেক্ট-ডরপ এর আয়াজনে ইউরােপিয়ান ইউনিয়ন ও হেলভাটাস বাংলাদশ-এর আর্থিক সহযােগীতায় গণশুনানি অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মাষ্টার মোঃ সাইদুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন ডরপের প্রকল্প সসমন্বয়কারি প্রতিভা বিকাশ সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প ফিল্ড ফ্যাসিলিটিটটর চুমকী রায়। আয়ােজিত এ গণশুনানিত সুশীল সমাজ প্রতিনিধি, ইউপি সদস্য, বিভিন্ন এনজিও ও প্রতিষ্ঠানর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত