
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে সাগরে মৎস্য আহরণকারী ৬৫ দিন বিরত থাকা জেলেদের মাঝে বিশেষ খাদ্য সহায়তা চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার হোগলাপাশা ইউনিয়নে ১২৫ জন সুবিধাভোগী জেলে পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মো: ফরিদুল ইসলাম ফরিদ। এ সময় সংশ্লিষ্ট ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মো: আতাউর রহমান পাটোয়ারী, প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন শেখ, ইউপি সদস্য মো: কামরুজ্জামান টুকু, আব্দুল ছালাম শিকদার, নারী সংরক্ষিত ইউপি সদস্য তাসলিমা বেগম, সেলিনা বেগমসহ স্থানীয় বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ।