
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে ঝুঁকি নিরুপণ পরিকল্পনা বিষয়ক এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কার্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের পানি ও জীবন প্রকল্পের আয়োজনে হেলভেটাস বাংলাদেশের অর্থায়নে জলবায়ূ পরিবর্তনজনিত প্রচারকরণ উপলক্ষে এ আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ আল জাবির। সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির মোল্লা, জিউধরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শিমুল কান্তি মিস্ত্রী। সভায় স্বাগত বক্তৃতা করেন সুশীলনের উপজেলা সমন্বয়কারী দিপালি বিশ্বাস। সভায় বক্তারা উপকূলীয় এ জনপদে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে জলবায়ূজনিত ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট, পুল কালভার্ট নির্মানে সঠিকতা যাচাই বাছাইয়ের মাধ্যমে নিরুপণ ও করনিয় বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে দিক নির্দেশনামূলক আলোচনা করেন।