মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে “এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার (১ জানুয়ারি) বেলা ১০ টায় ৩০ ডিসেম্বর ২০২৪ হতে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষ্যে মোরেলগঞ্জ প্রশাসন কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান, র্যালি,নতুন বই বিতরন, ও অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন,সহকারী কমিশনার (ভুমি) মোঃ বদরুদ্দোজা,যুব উন্নয়ন কর্মকর্তা একে এম ইখতিয়ার উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির,উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলাম সহ উজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক কর্তৃক অসচ্ছল পরিবারের মাঝে শীতবস্ত্র ও ইসলামি ফাউন্ডেশন এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।