মিজানুর রহমান,মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে এক জুয়েলার্স ব্যবসায়ীকে মারপিট করে তার সঙ্গে থাকা ১০০ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই করা হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সেরেস্তাদারবাড়ি এলাকায় দুর্ধর্ষ এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন। নিলয় জুয়িলার্সের মালিক মিলন কর্মকার প্রতিদিনের ন্যায় রাঁতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে এ দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ব্যাগে থাকা ১০০ ভরি স্বর্ণালংকার নগত আড়াই লাখ টাকা ও স্কুটি নিয়ে ছিনতাই কারিরা পালিয়ে যায়।
মিলন কর্মকারকের পরিবারের সদস্যরা জানান, এ ঘটনার পর থেকে মিলন বিমুর্ষ অবস্থায় আছেন।
শনিবার ১০টার দিকে ছিনতাইকৃত স্কুটিটি পরিত্যাক্ত অবস্থায় মোরেলগঞ্জ পানগুছি নদির তীর থেকে পুলিশ উদ্ধার করেছে,।
এবিষয়ে মোরেলগঞ্জ থানা তদন্ত ওসি মোঃ শাাহজাহান আহম্মদ বলেন,আমরা এ ঘটনার পর থেকে টহল জোরদার করেছি, চেকপোস্ট বসিয়েছি। শনিবার ১০ টার দিকে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করেছি।তবে আইন-শৃংঙ্খলা বাহিনী ছিনতাইকারিদের ধরতে সতর্ক রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত