
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উদ্যোগে দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন বাগেরহাট জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মঙ্গলবার দুপুরে মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস. এম. তারেক সুলতান। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন জেলা উপ-সহকারী পরিচালক মো: সজিব আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জিয়াদ হাসান, একাডেমিক সুপার ভাইজার বাকি বিল্লাহ।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ ড. মো: রুহুল আমীন খানের সভাপতিত্বে বক্তৃতা করেন প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বিএম. রফিকুল ইসলাম মাসুমের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালনায় ছিলেন কমিটির সহ-সভাপতি শিক্ষক মো: ফারুকুল ইসলাম শিকদার। অনুষ্ঠন শেষে বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।