মোরেলগঞ্জ প্রতিবেদক : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. রাসেল হাওলাদারকে পাঁচগাও ক্লাস্টার শিক্ষা পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট ক্লাস্টার অফিসার সজল মহলী। প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন ও সহকারি শিক্ষক সুমন আকনের পরিচালনায় ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক তানজিমা আক্তার ডালিয়া, দুলাল কৃষ্ণ হাজরা, শেখ জাকির হোসেন বেনজির আহমেদ,তাপস কুমার চক্রবর্তী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যথাক্রমে সহকারি শিক্ষক অমিত মন্ডল, রেদোয়ানুল ইসলাম,রাজিব বিশ্বাস,এনামুল কবীর,বিচিত্র মন্ডল প্রমুখ। ভাইস চেয়ারম্যান মো. রাসেল হাওলাদার বলেন, মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা থাকবে উপজেলা পরিষদের পক্ষ থেকে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত