জন্মভূমি ডেস্ক : বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলায় ১ গৃহিণীকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ২৯ (সেপ্টেম্বর) সন্ধায় রানি বেগম (৩০) নামে ১ গৃহিণী অমানবিক নির্যাতনের শিকার হয়ে খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের বাসবাড়িয়া গ্রামের আনোয়ার শেখের মেয়ে গৃহিনী রানী বেগমের তথ্য অনুযায়ী, বাড়ি থেকে কালিকাবাড়ি বাজারে আসার পথিমধ্যে একই গ্রামের প্রতিপক্ষ নেছার শিকদারের ছেলে নাছির শিকদার, মোস্তফা সরদার সহ ৭/৮ জন তাকে ধরে নিয়ে পার্শ্ববতী একটি বাগানে গাছের সাথে বেঁধে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্নস্থানে জখম করে। ওই গৃহিনীকে অচেতন অবস্থায় গ্রামপুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রানী বেগম আরও বলেন, ২ একর ৬৫ শতক জমি নিয়ে একই গ্রামের প্রতিবেশী খলিল শিকদার ও তার ভাইদের সাথে গত ৪ বছর ধরে বিরোধ রয়েছে। এরই জের ধরে এ হামলার চালিয়েছে বলে জানায়। সংশ্লিষ্ট ওয়ার্ড গ্রাম পুলিশ মোঃ আনসার আলী শেখ বলেন, রানী বেগমকে মেহগনী গাছের সাথে কোমরে দড়ি দিয়ে বাঁধা, অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে খলিল শিকদার বলেন, রানী বেগমের পরিবারের সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে। এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্ত্যবরত চিকিৎসক মেডিকেল অফিসার ডাক্তার ফারহানা জলি বলেন, রানী বেগমকে গাছে বেঁধে মারপিটে তার শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা অসংখ্য জখম রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তরিত করা হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের পাওয়া যায় নি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত