মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে নাশকতার অভিযোগে আব্দুস সালাম খান (৫২) নামে এক মাদ্রাসা সুপারকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার ২২ নভেম্বর দুপুরে মোরেলগঞ্জ ফেরীঘাট এলাকা থেকে আ.সালামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আ.সালাম উপজেলার চিংড়াখালী ইউনিয়নের শিংজোড় গ্রামের মৃত আসমত আলী খানের ছেলে এবং উপজেলার এনায়েতিয়া দাখিল মাদ্রাসার সুপার।
মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা মামলায় গ্রেফতার আব্দুস সালাম খানকে দুপুরেই বাগেরহাট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত