
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জের বিএসএস দাখিল মাদরাসার সুপার মাওলানা অহিদুল ইসলামকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাদরাসার সভাপতি ও উপজলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে প্রকল্পের টাকা আত্মসাতের দায়ে তাকে বরখাস্ত করা হয়। কমিটির সভাপতি উপজলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান গত মঙ্গলবার এমনটাই জানিয়েছেন।
জানা গেছে, বিএসএস দাখিল মাদরাসার সুপার মাওলানা অহিদুল ইসলাম বাগেরহাট জেলা পরিষদ থেকে মাদরাসা ও তৎসংলগ্ন দু’টি মসজিদর উনয়নর জন্য ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা তুলে তা আত্মসাৎ করেন। ঘটনাটি জানা জানি হলে স্থানীয়রা ক্ষোভে মানববন্ধন ও নির্বাহী কর্মকতার নিকট অভিযাগ দায়ের করেন। তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় গত সোমবার মাদরাসা কমিটি জরুরী সভা ডাকে সুপারকে সাময়িক বরখাস্ত করেন।
এ বিষয়ে সুপার অহিদুল ইসলাম বলেন, “আমি অসুস্থ ও দূরে আছি। এ অবস্থায় কিভাবে আমাকে সাময়িক বরখাস্ত করা হল তা বোধগম্য নয়”।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, তার(ইউএনওর) স্বাক্ষর জাল করে মাদরাসা ও মসজিদ প্রকল্পের টাকা আত্মসাতের প্রমান পাওয়ায় মাদরাসা সুপার মাওলানা অহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য মাদরাসা বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করা হবে।