ডেস্ক নিউজ : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মোরেলগঞ্জ সদর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত পরিবার কল্যান সহকারি শামীম আরাকে লাঞ্ছিতের অভিযোগ পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসান তারেকের বিরুদ্ধে। এ ঘটনায় তদন্তপূর্বক বিচারের দাবি জানিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।
পরিবার কল্যান সহকারির স্বামী মিজানুর রহমান বাদি হয়ে মহাপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর, চেয়ারম্যান দুদক কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের পরিবার পরিকল্পনা ১/খ ইউনিটের পরিবার কল্যান সহকারি হিসেবে শামীম আরা দীর্ঘ বছর ধরে এ কেন্দ্রের দায়িত্ব পালন করে আসছেন। তিনি শারিরীক অসুস্থতার কারনে চলতি বছরের ৬ জানুয়ারী থেকে ৩ দিনের নৈমত্তিক ছুটি নিয়ে চিকিৎসা গ্রহন করে। পরবর্তীতে ছুটি শেষ হতে না হতেই অসুস্থতা তীব্রতর হলে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি হন। চিকিৎসারত অবস্থা বিষয়টি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ডা. হাসান তারেকের মোবাইল ফোন ও ম্যাসেঞ্জারে ছবি পাঠিয়ে অবহিত করা হয়। কর্মকর্তা অসুস্থতার কথা যেনেও শামীম আরাকে ফোন করে অফিসে তলব করে। পরে তিনি তার ছোট বোনকে সাথে নিয়ে অফিসে আসলে কর্মকর্তা ডা. হাসান তারেক তার বোনকে কক্ষ থেকে বের করে দিয়ে শামীম আরার ওপর ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালমন্দ করে লাঞ্ছিত করে। এ সময় তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়ে কর্মকর্তার দপ্তরে আরও অসুস্থ হয়ে পড়লে পরবর্তীতে তার অফিসের লোকজন তার বোনের মাধ্যমে তাকে পাঠিয়ে দেন। অফিস থেকে সিঁড়ি বেয়ে নামার সময় পড়ে গিয়ে মেরুদন্ডে প্রচন্ড আঘাত পেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়।তিনি গুরুত্বর অসুস্থ হয়ে এখন হাসপাতালে ভর্তি রয়েছেন।
অভিযোগের বাদি মিজানুর রহমান বলেন, তার স্ত্রীকে লাঞ্ছিতের ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার জন্য বিভিন্নভাবে পায়তারা চালাচ্ছে। এ কর্মকর্তা তার দপ্তরে দায়িত্বে থাকা অবস্থায় সুষ্ঠু সঠিক তদন্ত ব্যহত হাওয়ার আশংকায় করছেন তিনি।
চিকিৎসায় থাকা পরিবার কল্যান সহকারি শামীম আরা বলেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসান তারেক অফিসে দায়িত্ব পাওয়ার পর থেকেই খামখেয়ালীভাবে মাঠ কর্মীদের সাথে একের পর এক দুব্যবহার করে আসছেন। তার অন্যায়ের প্রতিবাদ করায় অফিসের মধ্যে মাঠ কর্মীদের চাপপ্রয়োগ করে তার বিরুদ্ধে গণস্বাক্ষর তুলেন। তার ওপর অন্যায় হয়েছে। তিনি ন্যায় বিচার দাবি করছেন উর্দ্ধতন কর্মকর্তাদের নিকট।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসান তারেক তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, পরিবার কল্যান সহকারীকে গালমন্দ করেননি। তার কেন্দ্রে একাধিকবার পরিদর্শনে গিয়ে তাকে না পেয়ে রেজিষ্টার নিয়ে অফিসে আসতে বলা হয়েছিলো। তবে, ছুটিতে থাকাকালিন নয়।
মোরেলগঞ্জে পরিবার কল্যাণ সহকারীকে লাঞ্ছিতের অভিযোগ

Leave a comment