বাগেরহাট অফিস : বাগেরহাটের মোড়েলগঞ্জে পৈত্রিক সম্পত্তি থেকে ভাই-বোনদের বঞ্চিত করার চেষ্টার অভিযোগ উঠেছে ছোট ভাই লুৎফর ও বোন হামিদা বেগমের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে ছোট ভাই লুৎফর, বোন হামিদা ও তার সন্ত্রাসী বাহিনীর অত্যাচার থেকে বাঁচতে স্থানীয় জন-প্রতিনিধি ও থানায় লিখিত অভিযোগ করেছেন লুৎফর রহমানের বড় ভাই মাহাবুবুর রহমানের স্ত্রী পারভীন রহমান।
লিখিত অভিযোগে পারভীন রহমান জানান, জেলার মোড়েলগঞ্জ উপজেলার দক্ষিণচিংড়াখালী গ্রামের বাসিন্দা মৃত: মৌলভী সাইদুর রহমানের ৪ ছেলে ও ২ মেয়ে রয়েছে। এর মধ্যে চাকরির সুবাদে ছোট ভাই লুৎফর বাদে অন্য ভাইরা দেশের বাইরেসহ বিভিন্ন স্থানে থাকেন। বাড়িতে থাকতেন ছোট ভাই লুৎফর। অন্য ভাই ও বোনরা বাড়িতে না থাকার সুবাদে পিতার সকল সম্পত্তি দেখা শুনা করতে থাকেন লুৎফর রহমান। এই সুযোগে সু-চতুর লুৎফর রহমান, বোন হামিদা বেগম ও লুৎফরের স্ত্রী জুলিয়ার পরামর্শে স্থানীয় সন্ত্রাসী বাহিনীর সহযোগীতায় বড় ভাই মাহবুবুর রহমান ও অপর বোন নূর জাহান বেগমের পৈত্রিক ওয়ারেশী সম্পত্তি দখলে নেবার চেষ্টা চালাতে থাকে। পিতার ওয়ারেশী সুত্রে প্রাপ্ত সম্পত্তি বুঝে নিতে চাইলে দির্ঘ দিনের ভোগ দখলে থাকা ভাই লুৎফর ও তার বাহিনী ভাই মাহবুব ও বোন নূর জাহানকে মারপিটের হুমকী দিতে থাকেন। এমন কি, গেল বছরের ২০ মে মাহবুবের স্ত্রী পারভীন রহমান কে মারপিট করে। এ বিষয়ে মোরেলগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের ও করেছে ভুক্তভোগী পারভীন রহমান।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, জায়গা-জমি নিয়ে ভাই-বোনদের মধ্যে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। বিষয়টি নিয়ে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় উভায় পক্ষ থেকে লিখিত অভিযোগ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছিলো। উভয় পক্ষকে শান্তি-শৃংখলা বজায় রেখে স্থানীয় চেয়ারম্যান, মেম্বর ও গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে বিষয়টি সমাধান করতে বলা হয়েছে। যেহেতু জায়গা-জমি নিয়ে বিরোধ আইন অনুযায়ী আমাদের খুব বেশি কিছু করার সুযোগ নেই। এটা আদালতের বিষয়। তারপরও এই বিরোধকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।