মিজানুর রহমান, মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মৎস্য ঘের দখলে বাঁধা দেওয়ায় ২ নারীসহ ৩ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকেরা। মঙ্গলবার বিকেলে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত হারুন অর রশীদ (৫৫), তার স্ত্রী মাহিনুর বেগম(৪৮) ও মেয়ে তামান্না আক্তার মিমকে(১৯) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় একই গ্রামের জাকির হোসেন সাজ্জালসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বুধবার ভোররাতে জাকির হোসেনকে গ্রেফতার করেছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান বলেন, বিবাদমান একটি মৎস্য ঘেরে পাহারা ঘর নির্মাণকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় মামলা হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত