এনায়েত করিম রাজিব, মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে ২০২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ৫৭ লাখ ৫৪ হাজার নতুন বই বিতরণ করা হবে।
আজ (১ জানুয়ারি) সকালে বই উৎসবের মধ্য দিয়ে প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক নবম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীর মাঝে নতুন বই বিতরন করা হবে।
ইতোমধ্যে ,সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে তাদের চাহিদা মতো নতুন বই পৌছে গেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মোস্তাফিজুর রহমান জানান,চলতি ২০২৪ শিক্ষাবর্ষে মোরেলগঞ্জ উপজেলার ৩০৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৯ টি কিন্ডারগার্টেন বিদ্যালয়ে ১৭৪০০০ নতুন বইয়ের চাহিদা মতে তার বিপরীতে পুরোটাই পাওয়া গেছে, এবং বিদ্যালয় গুলোর চাহিদা মতে ইতিমধ্যে সকল বিদ্যালয় নতুন বই পৌঁছে গেছে।
অপরদিকে, মাধ্যমিক স্তরের ৬৫ টি বিদ্যালয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ২১২৩৩৩ বইয়ের চাহিদা থাকলেও তার বিপরীতে ১৮৩৪৪৮ নতুন বই পাওয়া গেছে। চাহিদা থাকলেও ১৮ লাখ ৩৪ হাজার ৪৮ সেট নুতন বই পাওয়া গেছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ৬৩ টি মাদ্রাসার এবতেদায়ী প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৭৬৬২৬ নতুন বই বিতরণের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয়েছে। এবং দাখিল ৬ষ্ঠ শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ১৬ লাখ ৯১ হাজার ৩১ নতুন বইয়ের চাহিদা থাকলেও ১৪ লাখ ১৩ হাজার ৮৫ নতুন বই শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে গেছে । চাহিদার তুলনায় বাকি বই শীঘ্রই পৌঁছে যাবে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত