
জন্মভূমি ডেস্ক : বাগেরহাটের মোরেলগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতান।
‘সংগ্রাম স্বাধীনতা প্রেরনায় বঙ্গমাতা’ এ প্রতিপাদ্য বিষয়ের ওপর বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল মালেক প্রমুখ।
আলোচনা শেষে অসচ্ছল ১০ জন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং জোহর নামাজ বাদ বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।