মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নে ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আগামী এক বছরের জন্য আজম খানকে সভাপতি এবং ফাতিউল ইসলাম রুমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার রাতে মোরেলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মহিদুজ্জামান মহিদ ও নুরুন্নবী পরাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এবং তাদেরকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করে অনুমোদন নেয়ার নির্দেশ প্রদান করা হয়।
কমিটি ঘোষণা পরবর্তী সময়ে ইউনিয়ন সভাপতি আজম খান ও সেক্রেটারি ফাতিউল ইসলাম রুমান বাগেরহাট ৪ আসনের মাননীয় এমপি মহোদয় এ্যাড. আমিরুল আলম মিলনের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও ছাত্রলীগের নেতাকর্মীরা বারইখালী ইউনিয়ন চেয়ারম্যান আউয়াল খান মহারাজকে সাথে নিয়ে ইউনিয়নে আনন্দ মিছিল করে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত