মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির উদ্যোগে বারইখালী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে গত মঙ্গলবার বিকাল ৩টায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন বারইখালী ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল খান মহারাজ। সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ইমাম প্রতিনিধি কাজী আঃ হালিম ও ইউপি সদস্যগণ।। সভাটি পরিচালনা করেন ডেপুটি ম্যানেজার ফাতেমা খাতুন, সহযোগিতা করেন মাফুজা খাতুন। উক্ত সভায় বাল্য বিবাহের ক্ষিতকর প্রভাব বিষয়ে আলোচনা করা হয়। ইউপি চেয়ারম্যান বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এ থেকে সকলকে সচেতন হতে হবে।