মোরেলগঞ্জ প্রতিনিধি : ইসলামী মূল্যবোধে আর্ত মানবতায় সমাজ উন্নয়নের শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্বাস ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করেছেন ইউরোপ প্রবাসী বিশ্বাস মোঃসানাউল্লাহ সানী। তিনি ১৩ নং নিশান বাড়ীয়া ইউনিয়নে তার পৌত্রিকালয় এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানাউল্লার পরিবারের সদস্যগন,আত্মীয় ও স্থানীয়, যুবক,নারী-পুরুষেরা।প্রথমে তিনি তার পিতামাতার কবর জিয়ারত করেন,পরে গরিব দুঃখীদের মাঝে চাল,ডাল,তেল,আলু, ও গরুর গোস বিতরন করেন। বিতরন শেষে ইসলামী মূল্যবোধে আর্ত মানবতায় সমাজ উন্নয়নে কাজ করবেন বলে সাধারন মানুষদের আসস্থ্য করেন।