জন্মভূমি রিপোর্ট : নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায়ে বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর (শনিবার) সকালে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এস তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ্-ই আলম বাচ্চু।
অন্যন্যদের মধ্যে, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম ,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুহুল কুদ্দুস, মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান,অধ্যক্ষ ড. মোহাম্মাদ রুহুল আমীন খান, মুক্তিযোদ্ধা শাহ্ জাহান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির,আইসিটি কর্মকর্তা ত্রিদিপ সরকার,তেলিগাতি ইউপি চেয়ারম্যান মোর্শেদা খানম, মোরেলগঞ্জ পৌর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনায়েত করিম রাজিব, অর্থ সম্পাদক সাগর তালুকদার রনি প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গার্লস গাইড, স্কাউটস সদস্য, পি.কে.এস.এফ কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।
সভা শেষে ৪ ক্যাটাগরিতে ৪ জনকে জয়িতা সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত