মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চকরণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য তাওহিদ হাসান রাসেলের ব্যবসা প্রতিষ্ঠানে শত্রুতামূলক অগ্নিকান্ডের সাড়ে ৮ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। থানায় অভিযোগ দিয়েও ৪ দিনেও মামলা হয়নি। ভূক্তভোগী পরিবার ন্যায় বিচারের দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি।
অভিযোগে জানাগেছে, ইউনিয়নের পাঁচগাও বাজারে ঘটনারদিন গত রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সালমান এন্টারপ্রাইজের মালিক তাওহিদ হাসান রাসেলের মুদি মনোহারী ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ আগুন জ্বলছে ও শব্দ শুনতে পেয়ে ডাৎকচিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে একপর্যায়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে নেন। এ সময় দোকানে থাকা চাল, ডাল, সোয়াবিল তৈল, সুপার তৈল ও ডিজেলের ৫ ব্যারেল তৈলসহ বিভিন্ন পণ্য সম্পূর্ন পুড়ে গিয়ে সাড়ে ৮ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়। পরের দিন ১০ এপ্রিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক সাবেক মেম্বার তাওহিদ হাসান রাসেল বলেন, নির্বাচনের প্রতিপক্ষ ৭নং ওয়াডের বর্তমান ইউপি সদস্য বেল্লাল আকন তার লোকজন নিয়ে শত্রুতামুলক অগ্নিকান্ড ঘটিয়েছে। কিছুদিন পূর্বে জাহাজ থেকে কয়লা চোরাই পথে পাচার করছিলো এ সময় নৌ-পুলিশ চোরাইকৃত কয়লাসহ জাহাজ আটক করে এবং ইউপি সদস্য বেল্লাল আকনকে আসামি করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের হয়। এ বিষয়টি সন্দেহজনক প্রশাসনকে তথ্য দিয়েছেন তাওহিদ হাসান রাসেল এমন সন্দেহে তার দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। পরের দিন থানায় অভিযোগ দিলেও ৪ দিনেও মামলাটি দায়ের হয়নি। এ ঘটনায় তিনি ন্যায় বিচারের জন্য উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এ সর্ম্পকে থানা ওসি মো. সাইদুর রহমান বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিক অজ্ঞাতনামা একটি অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্তাধিন রয়েছে। তদন্তে সত্ত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত