মোরেলগঞ্জ প্রতিনিধি : ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় অনুষ্ঠিত র্যালিতে নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেক। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা কায়কোবাদ আকুঞ্জি, আনসার ভিডিপি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. বাকি বিল্লাহ, পল্লীসঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক প্রভাষ চন্দ্র মন্ডল ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আব্দুল ওহাব, পবিত্র কুমার। স্মার্ট ভূমিসেবা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা ভূমি অফিস এ কর্মসূচির আয়োজন করে। সভায় এ সময় সহকারি কমিশনার (ভূমি) আব্দুল মালেক বলেন, ভূমি আইন সর্ম্পকে অধিকাংশ মানুষের সুস্পষ্ট ধারনা নেই। ওয়ারিশ সনদ থেকে ওয়ারিশদের বাদ দেওয়া। গ্রাম পুলিশকে মাঠ পর্যায়ে সঠিকভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত