
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ৯টার দিকে বিএনপির অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি শাহিন ফেরদৌসী হ্যাপি।
আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন পৌর মহিলা দলের সভাপতি মুক্তা খানম মাহমুদা। বিশেষ বক্তা ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন নাহার শিল্পী। এ ছাড়াও পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক সুমাইয়া আকতার, নারগিস আক্তার কেয়া, মাসুমা আক্তার, শিরিন বেগম প্রমুখ বক্তৃতা করেন।