মিজানুর রহমান, মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে একটি দাখিল মাদরাসার সুপার ও করনিকের অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার(৮ফেব্রুয়ারি)বেলা ১২ টার দিকে খনিরখন্ড সিদ্দিকিয়া দাখিল মাদরাসা চত্বরে এ কর্মসূচি পালন করেন স্থানীয় সাধারন জনগন ও অভিভবকেরা।
এ সময় মাদরাসার সুপার আব্দুল হামিদ ও করনিক শাহআলম উপস্থিত ছিলেন না। মাদরাসার অনেক শিক্ষার্থী, শিক্ষক ও ইউনিয়ন চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশাও মানববন্ধনে অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তৃতা করেন, মো. জাহিদুল হাওলাদার, দেলোয়ার খান, লুৎফর রহমান হাওলাদার, কবির খান, মো. আলী আকবর ও ইমরান হাওলাদার।
মানববন্ধনে বক্তারা মাদরাসাটির বিভিন্ন পদে শিক্ষক, কর্মচারি নিয়োগে অর্থ বানিজ্য ও অভ্যান্তরীন দুর্নীতির তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত