মোরেলগঞ্জ প্রতিবেদক: বাগেরহাটের মোরেলগঞ্জে বারইখালী ইউনিয়নের সাইফুল মীর (৩৩) নামে এক যুবকের কাছে টাকা ধার চেয়ে না পায়ে পিটিয়ে পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত ওই যুবক খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় থানায় ইউপি সদস্যর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
এ ঘটনায় রবিবার বিকেলে আহত যুবকের মা সেতারা বেগম বাদী হয়ে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার ফোরকান আকন প্রিন্স এর বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
আহতের মা সেতারা বেগম বলেন, আমার ছেলে আগষ্ট মাসের প্রথম সপ্তাহে বিদেশ যাওয়ার কথা ছিলো। এ খবর পেয়ে ষড়যন্ত্রমূলক এ হামলা করেছে। আমি ন্যায় বিচার চাই।
এ সর্ম্পকে ফোরকান হোসেন প্রিন্স তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কারও নিকট কোনো টাকা পয়সা ধার চায়নি বা সে কাউকে মারপিট করেনি। দোকানে বসে থাকা অবস্থায় উৎক্ষিপ্ত হয়ে ওই যুবক তাকে জড়িয়ে অশ্লীল ভাষা ব্যবহার করায় স্থানীয়দের সঙ্গে সামান্য হাতাহাতির সৃষ্টি হয়েছে। আওয়ামী লীঘ নেতা আবুল হোসেন শ্যামল বলেন, মারপিটের ঘটনা শুনে তাৎক্ষনিক খুলনা মেডিকেলে প্রেরণ করেছি।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন সোমবার সকালে বলেন, এসবি বাজারে মারপিটের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।