
মোরলেগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদককে মারপিট করে টাকা ছিনিয়ে নিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধা ৭টার দিকে উপজেলার খাউলিয়া ইউনিয়ন চালিতাবুনিয়া গ্রামের হামেজ উদ্দিন শেখের ছেলে ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক সন্ন্যাসী বাজারের ইলেকট্রনিক্স, মোবাইল ও বিকাশ এজেন্ট পয়েন্টের ব্যবাসায়ী মো. কামাল শেখ (৫২) সন্ন্যাসী বাজার চৌরাস্তা মোড়ে গেলে একই গ্রামের মো. ইউনুস খানের ছেলে মো. রুবেল খানসহ ৭/৮ জনের একটি সংবদ্ধ দল তার ওপরে হামলা চলিয়ে মারপিট করে গুরুতর আহত করে। এ সময় হামলাকারীরা তার কাছে থাকা ৮০ হাজার টাকা জোর পূর্বক নিয়ে যায় বলেও কামাল তার অভিযোগ উল্লেখ করেন। স্থানীয়রা আহত অবস্থায় যুবলীগ নেতা কামাল শেখকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ সম্পর্কে যুবলীগ নেতা ভুক্তভোগী মো. কামাল শেখ বলেন, সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনী ইস্যু তৈরি করে তার ওপরে এ হামলা চালানো হয়েছে। এ হামলার তিনি বাদি হয়ে মো. রুবেল খানের নাম উল্লেখ করে ৭/৮ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। এ ঘটনায় প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করেছেন যুবলীগ নেতা।