মিজানুর রহমান, মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জ হোগলাপাশা ইউনিয়ন যুবলীগ নেতা শিবু রায়কে(৩৫) প্রকাশ্যে পিটিয়ে, কুপিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ৫দিন পর মামলা দায়ের হয়েছে। বুধবার(৩০ আগষ্ট) রাতে তার স্ত্রী ছবি রানী বাদি হয়ে ৬ জনকে এজাহার নামীয় আসামি করে থানায় মামলা দায়ের করেন। ঘটনার সাথ জড়িত কাউকে এখনো পুলিশ আটক করতে পারেনি।
উল্লখ্য, গত (২৬ আগষ্ট) শনিবার বেলা ১০ টার দিকে হোগলাপাশা ইউনিয়ন পরিষদের সামন একটি দোকানে বসা থাকা অবস্থায় শিবু রায়ের ওপর হামলা করে তার হাত-পা ভেঙ্গে ফেলে দুবৃর্ত্তরা। বর্তমান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয় থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান বলের শিবু রায়ের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিরা কেউ এলাকায় নেই । তবে তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত