
এনায়েত করিম রাজিব, মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে যৌতুক লোভী স্বামীর নির্যাতন ও মারপিটে গুরুতর আহত অবস্থায় দুই দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাতরাচ্ছেন খাজিদা আক্তার (২৫) নামে এক গৃহবধূ।
স্বামীর দাবি করা ৪ লাখ টাকা ও এক বিঘা জমি বাবার কাছ থেকে এনে না দিলে সংসার করা হবে না এ গৃহবধূর। এমনই অভিযোগে নির্যাতিতা গৃহবধূ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে মোরেলগঞ্জ থানায় নির্যাতনকারী স্বামী আল আমিন আকনসহ ৬ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিব হাসান।
অভিযোগকারী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম গুলিশাখালী গ্রামের দরিদ্র বাবা মিজানুর রহমান মৃধার মেয়ে খাজিদা আক্তার জানান, ৩ বছর আগে উপজেলার জিউধরা গ্রামের শের আলী আকনের ছেলে আল আমিন আকনের সঙ্গে বিবাহ হয়। ৩ মাস পরেই স্ত্রীকে রেখে আল আমিন চলে যায় মালয়েশিয়া। দেড় বছর পর দেশে ফিরে এসে পরকীয়ায় আসক্ত হয়ে প্রতিনিয়ত নির্যাতন শুরু করে আমার ওপর।
বাবার বাড়ি থেকে দোকান করার জন্য ৪ লাখ টাকা ও এক বিঘা জমি এনে দেওয়ার চাপ প্রয়োগ করে। স্ত্রীকে এক পর্যায়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্বামী আল আমিন খাদিজাকে মারপিট করে। ১৫ মাসের শিশু কন্যা আঁফিদাসহ এক কাপড়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ খাজিদা আক্তার আরও বলেন, বাবা সামান্য সবজি বিক্রি করে সংসার চালায়। টাকার জন্য স্বামী, ননদ শ্বশুরের অত্যাচার আর কত সইতে হবে। বাবা এতো টাকা কীভাবে দিবে। এর আগে ব্রাক অফিসে অভিযোগ দিয়েও কোনো সুরাহা হয়নি।
খাজিদা আক্তারের বাবা মিজানুর রহমান মৃধা বলেন, বিয়ের পরে জামাই আল আমিনকে মালামালসহ একবার দেড় লাখ টাকা দেওয়া হয়েছে। এর পরেও মেয়েকে প্রতিনিয়ত নির্যাতন করছে। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।
এ ব্যাপারে স্বামী আল আমিন আকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে থানার ওসি মো. রাকিব হাসান বলেন, গৃহবধূকে মারপিটের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত