মোরেলঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে স্কুল শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বই দিয়ে জ্ঞানের আলো ছড়িয়ে দৃষ্টিনন্দন এখন ভ্রাম্যমাণ লাইব্রেরি। সংস্কৃতিক মন্ত্রণালয়ের তত্বাবধানে গ্রন্থগার অধিদপ্তরের দেশব্যপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের মাধ্যমে গত ৬ মাস ধরে বাগেরহাট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে এখন ভ্রাম্যমাণ লাইব্রেরি। বুধবার বেলা ১১টা উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ী বাজারসংলগ্ন এপি কালিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দৃষ্টিনন্দন ভ্রাম্যমাণ লাইব্রেরির সামনে শিশু শিক্ষার্থীদের ভিড়, সবার হাতে বই। পদ্মমতো নাটক, উপন্যাস, ছোট গল্প, বিজ্ঞান, মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ছাত্র জীবনের গল্প কাহিনী ও সাধারণ জ্ঞানের বইসহ নানা প্রকারের বই নিচ্ছেন শিক্ষার্থীরা। বাগেরহাটে দায়িত্বরত এ ভ্রাম্যমাণ লাইব্রেরির কর্মকর্তা আসমা ইল হুসনা বলেন, এ ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে গত ৬ মাস ধরে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ, কচুয়া, ফকিরহাট, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘুরে ঘুরে বিদ্যালয়ের সদস্য শিক্ষার্থীদের মাঝে বই দেয়া হচ্ছে। ২০০৭ সাল থেকে এ কার্যক্রম সংস্কৃতিক মন্ত্রণালয়ের তত্বাবধানে গ্রন্থগার অধিদপ্তরের ভ্রম্যমাণ লাইব্রেরি প্রকল্পের মাধ্যমে সারাদেশে ৭৬টি গাড়িতে বঙ্গবন্ধু কর্নার, প্রতি জেলায় একটি করে গাড়িতে ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি বিদ্যালয় থেকে ২৫ জন সদস্য তাদের নিয়মিত শিক্ষার্থী পাঠক থাকতে পারবে। পাঠকদের ফেরত যোগ্য ১০০ টাকা করে জামানত দিয়ে বই সংগ্রহ করতে পারবে। এছাড়া প্রতি মাসে ১০ টাকা করে বই রক্ষণাবেক্ষণের জন্য ৬ মাসের অগ্রীম টাকা নেওয়া হয় পাঠকদের কাছ থেকে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত