
মোরেলগঞ্জ প্রতিনিধি: কথিত কোটা বিরোধী আন্দোলনের নামে বীর মুক্তিযোদ্ধাদের কটুক্তি করায় মোরেলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্দোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এ প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা নিহার চন্দ্র হালদার, বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হাই খান, বীর মুক্তিযোদ্ধা এম কে আজিজ, এবি সিদ্দিক, আবুল হোসেন ফকির, আশ্রাব আলী, সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম হাওলাদার, সন্তান কমান্ডের সদস্য আবু বকর সিদ্দিক, এনামুল হক মামুন প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত