
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক মেম্বরের বাড়ীতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় গৃহবধূ সহ আহত হয়েছে ২ জন।
এ ঘটনায় সোমবার মোরেলগঞ্জ থানায় অভিযোগ করতে গেলেও অভিযোগ নেয়নি পুলিশ। অভিযোগে জানা গেছে, ঘটনার দিন শুক্রবার জুমার নামাজের পর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার দেলোয়ার হোসেন মুনসী স্ত্রী সন্তানদের দুপুরের খাবার খাচ্ছিলেন। তখন একই এলাকার জনৈক সিপার তালুকদারের নেতৃত্বে কতিপয় সশস্ত্র দুর্বৃত্ত তার বাড়ীতে হামলা চালায়। হামলাকারীরা তার বাড়ি ভাংচুর করে। হামলায় দেলোয়ার মুনসী সহ তার স্ত্রী সেনোয়ারা বেগম (৪০) গুরুতর আহত হয়। দুর্বৃত্তরা তার হাত পিটিয়ে ভেঙ্গে দিয়েছে। দুর্বৃত্তরা তার কাছর ২ লাখ টাকার চাঁদাও দাবি করেন। পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালানো হয় বলে স্থানীয়রা জানান।
থানায় অভিযোগ না নেয়ায় পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন বলেন, থানার কার্যক্রম এখনও শুরু হয়নি। তবে, অফিসিয়াল কার্যক্রম শুরু হলে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত