মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সদরের বাসিন্দা উপজেলা হোগলাবুনীয়া ইউনিয়নের ৫ বারের নির্বাচীত সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সরোয়ার হোসেন হাওলাদার(৮৪) গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় খুলনা সিটি মেডিকেলে কলেজ হাসপাতালে ইন্তকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। বুধবার বেলা ১১টায় তার গ্রামের বাড়িতে তারই প্রতিষ্ঠিত হোগলাবুনীয়া মমিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা নামাজে স্থানীয় এমপি এড. মো. আমিরুল আলম মিলন, পৌর মেয়র এড. মনিরুল হক তালুকদার, ইউপি চেয়ারম্যান আকরামুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধাবৃন্দসহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত