ডেস্ক নিউজ : দেশব্যাপী অপরেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক মোরেলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী হাওলাদারসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
অপর আটককৃতরা হচ্ছেন, রামচন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাটাবুনিয়া গ্রামের মফেজ ফরাজীর ছেলে মো. শফিকুল ইসলাম(৩২), গুয়াতলা গ্রামের কাদের তালুকদারের ছেলে আওয়ামী লীগ কর্মী দেলোয়ার হোসেন(৬৫) ও তেলিগাতী গ্রামের সুলতান শেখের ছেলে মো. আসাদ শেখ(৪৮)।
এ বিষয়ে থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, সোমবার দুপুরে আওয়ামী লীগ নেতা মাহমুদ আলীকে আটক করা হয়েছে। এর আগে রবিবার দিবাগত রাতে বিশেষ অভিযানে আরও ৩ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।
মোরেলগঞ্জে সাবেক চেয়ারম্যানসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক

Leave a comment