মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে অনুষ্ঠিত সোনালী অতীত প্রীতি ফুটবল খেলায় বাগেরহাট সোনালী অতীত একাদশ জয়ী হয়েছে। শনিবার বিকেল ৫টায় এসিলাহা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় মোরেলগঞ্জ সোনালী অতীত একাদশকে ৪-১ গোলে পরাজিত করে বাগেরহাট সোনালী অতীত একাদশ। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মোরেলগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা এ খেলার আয়োজন করে।
খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এসএম তারেক সুলতান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। খেলা পরিচালনা করেন শোয়াইব চৌধুরী।