
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে স্প্রে পার্টি সক্রিয়। চেতনানাশক স্প্রে ছিটিয়ে অজ্ঞান করে লুট করে নিচ্ছে নগদ টাকা ও গহনা। চার মাসে ৩৬ বাড়ি লুটের ঘটনা ঘটছে। নারী-পুরুষ শিশু কিশোর সবাই অসুস্থ হয়ে হাসপাতালে কাতরাচ্ছে। কেউ-কেউ সুস্থ হলেও দীর্ঘ দিন থাকছে চেতনানাশকের প্রভাব। থানা পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারে নি। ফলে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। রাতে কিংবা দিনে নিখুঁতভাবে লুট করছে চোর সদস্যরা।
গত সোমবার দিনে দুপুরে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় দু’টি বাড়িতে চুরি হয়েছে বলে বাড়ির মালিক ইসমাইল হোসেন জানিয়েছেন। এছাড়া অধ্যাপক আউয়াল, শিক্ষক মেহেদী হাসান ফরেস্টার ওবায়দুল হক ও মনির হোসেনের বাড়িতে চেতনানাশক ছিটিয়ে চুরির ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীরা জানিয়েছন। উপজেলা সাস্থ কমপ্লেক্সের দেওয়া তথ্যমতে, চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৪টি বাড়িতে চেতনানাশক স্প্রেতে আহাত হয়ে নারী-পুরুষ, বৃদ্ধা শিশুসহ ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগীরা বলেন, অজ্ঞান করে চুরির ঘটনায় আজ পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারে নি। খবর পেয়ে থানা পুলিশ তদন্ত করে অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়। চুরির ধারাবাহিকতায় আতঙ্কে দিন কাটাচ্ছে উপজেলাবাসী।
এ বিষয়ে ওসি সাইদুর রহমান বলেন, রাতভর থানাপুলিশ দায়িত্ব পালন করে। যে সব ঘটনা ঘটেছে পুলিশ তদন্ত করছে। কেউ মামলা করতে রাজি হয়না। আমরা অপরাধীদের চিহ্নিত করে আটক করতে চেষ্টা চালাচ্ছি।