মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশনের উদ্যোগে বুধ ও বৃহস্পতিবার দু’দিন ব্যাপী ইউনিয়নের ৩টি গ্রামকে স্বাস্থ্যসম্মত তৈরি করার লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ভাইজোড়া বারইখালী ইউনিয়নের তেতুলবাড়িয়া ও নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী এ ৩টি গ্রামকে স্বাস্থ্যসম্মত তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ সভায় কমিউনিটি সহায়তার ২০ জন মেয়ে ও ওয়াস সহায়তায় ১ জন ছেলে অংশ গ্রহণ করেন। সভায় স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ রামপাল ক্লাষ্টারের মো. ওহিদুজ্জামান, ওয়ার্ল্ডভিশনের এপি ম্যানেজার লাভলী লাকি বিশ্বাস। অন্যান্যের মধ্যে প্রোগ্রাম অফিসার রিপন হালদার, রাফায়েল রায়, স্বপন হালদার প্রমুখ। সভায় স্যানিটেশন, পানি ও ল্যাট্রিনের ওপর বিস্তারিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত