
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২৫শ’ নিবন্ধিত ও অনিবন্ধিত শিশুদের মাঝে ১টি ছাতা ও ২টি সাবান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বারইখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল খান মহারাজ, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার রিপন হালদার, ইউপি সদস্য মো. নিজাম উদ্দিন, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি বিপ্লব হোসেন প্রমুখ। পৌরসভা, বারইখালী, জিউধরা, নিশানবাড়িয়া, খাউলিয়া ও মোরেলগঞ্জ সদর এ ৬টি ইউনিয়নে বিতরণ অব্যাহত রয়েছে বলে প্রোগ্রাম অফিসার রিপন হালদার জানিয়েছেন।