মোরেলগঞ্জ প্রতিনিধি : সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী বড়পরী কমিউনিটি ক্লিনিকে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গত বুধবার সকাল ১০টায় কমিউনিটি গ্রুপ, কমিউনিটি সাপোর্ট গ্রুপের কমিটির সদস্যদের নিয়ে র্যালী ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বানিয়াখালী বড়পরী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আবু বকর সিদ্দিক। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন সহ-সভাপতি সেলিনা বেগম, মুক্তিযোদ্ধা সদস্য পারুল বেগম, সদস্য ইমাম, কিশোর সদস্য আব্দুল আজিজ মাতুব্বর, কিশোর সদস্য রাহাত গাজী, কমিউনিটি সাপোর্ট গ্রুপের সভাপতি ও ৪, ৫ ও ৬ সংরক্ষিত আসনের ইউপি সদস্য শাহিনুর বেগম প্রমুখ। মোরেলগঞ্জ উপজেলায় পৌরসভা ও ১৬টি ইউনিয়নে ৫২টি কমিউনিটি ক্লিনিক রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত